ইতি-তনু'র খুনী ও কল্পনা অপহণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে

২৯ মার্চ শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ ও ১ ঘন্টা ক্লাশ বর্জন কর্মসূচি ঘোষণা ৫ নারী সংগঠনের

0

15 March 2017

খাগড়াছড়ি প্রতিনিধি।। ইতি-তনু’র খুনী ও কল্পনা অপহরণকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে আগামী ২৯ মার্চ ২০১৭ পার্বত্য চট্টগ্রামের সকল  শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ ও ১ ঘন্টা ক্লাশ বর্জন কর্মসূচি ঘোষণা করেছে ৫ নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, নারী আত্মরক্ষা কমিটি, সাজেক নারী সমাজ ও ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি।

বুধবার (১৫ মার্চ) খাগড়াছড়িতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত অবস্থান ধর্মঘট থেকে নারী সংগঠনগুলোর পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা।

উক্ত কর্মসূচি সফল করতে ৫ নারী সংগঠনের পক্ষ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-অভিভাবকবৃন্দকে আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি খাগড়াছড়ি শহরের আরামবাগ নামক স্থানে ভগ্নিপতির ভাড়া বাসায় ঢুকে দুর্বৃত্তরা খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রী ইতি চাকমাকে গলাকেটে হত্যা করে। ঘটনার দুই সপ্তাহ অতিক্রান্ত হলেও হত্যার রহস্য উদ্ঘাটন ও প্রকৃত খুনীদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

অপরদিকে গত বছর ২০ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজর ছাত্রী সোহাগী জাহান তনু কুমিল্লা সেনানিবাস এলাকায় খুন হয়। এক বছরেও এ ঘটনায় জড়িত খুনীদের গ্রেফতার করা হয়নি।

আর ১৯৯৬ সালে ১২ জুন কল্পনা চাকমাকে বাঘাইছড়ির লাইল্যাঘোনার নিজ বাড়ি থেকে সেনাবাহিনীর কজইছড়ি ক্যাম্প কমাণ্ডার লে. ফেরদৌসের নেতৃত্বে অপহরণ করা হয়। কিন্তু ঘটনার ২১ বছরেও চিহ্নিত অপহরণকারীদের আইনের আওতায় আনা তো দূরের কথা, উপরন্তু তদন্তের নামে চলেছে  কল্পনার পরিবারের সদস্যদের হয়রানি ও নানা টালবাহানা।
—————-

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More