৩০ অক্টোবর’৯৩ এর প্রতিরোধ চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে পিসিপি’র পোস্টার

0

14650628_595094660675692_8369481380957303481_nখাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি জেলা সদরের নারাঙহিয়া চৌমুহনীকে ‘‌রেডস্কোয়ার’ নামকরণের ২৩ বছরপূর্তিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) একটি পোস্টার প্রকাশ করেছে। পোস্টারে ৩০ অক্টোবর’৯৩ এর ছাত্র জনতার গৌরবোজ্জ্বল প্রতিরোধ চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

পোস্টারে উল্লেখ করা হয়, ১৯৯৩ সালের ৩০ অক্টোবর খাগড়াছড়ির খেজুর বাগান মাঠে বেপরোয়া লাঠিচার্জ করে পুলিশ পিসিপি’র শান্তিপূর্ণ জমায়েত ভেঙে দেয়। এতে তৎকালীন পিসিপি’র সভাপতি প্রসিত খীসাসহ বেশ ক’জন ছাত্র আহত এবং ৩০ জনের বেশি ছাত্রী গুরুতর জখম হয়। এতে ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় নেমে ছাত্রদের প্রতিরোধে যুক্ত হলে প্রশাসন অচল হয়ে যায়। ৩৮টি টিয়ার শেল নিক্ষেপ, ফাঁকা গুলি এবং বিডিআর নামিয়েও আর গণপ্রতিরোধ ভাঙা যায়নি। ফলে প্রশাসন বৈঠক করে আটককৃত ছাত্র নেতাদের বিনাশর্তে মুক্তি দিতে বাধ্য হয়। গ্রেফতারের স্থানে আটককৃতদের সংবর্ধনা দিয়ে স্থানটিকে উপস্থিত ছাত্র-জনতা রেড স্কোয়ার নামে আখ্যায়িত করে।

পোস্টারটি গত ২৫ অক্টোবর প্রকাশ করা হয়। খাগড়াছড়িসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে পোস্টারটি লাগানো হয়েছে বলে জানা গেছে।
—————–

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More